বেনাপোল সীমান্ত থেকে ৯ কেজি স্বর্ণসহ নারী গ্রেফতার

প্রকাশ: আগস্ট ৩০, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি যশোর

বেনাপোলের সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত শুক্রবার রাত ১০টার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। ঘটনায় গতকাল তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করে করে বিজিবি।

গ্রেফতারকৃতের নাম বানেছা খাতুন (৩৫) তিনি সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, সীমান্তবর্তী সাদিপুর গ্রামের বানেছা নামে এক নারী স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার করবেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের একটি টহল দল সেখানে অভিযান চালায়। সময় তার বাড়ি থেকে কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭ পিস স্বর্ণের বারসহ বানেছাকে হাতেনাতে আটক করা হয়। গতকাল সকালে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫