আত্মজীবনী লিখবেন ছোট নবাব

প্রকাশ: আগস্ট ২৬, ২০২০

ফিচার ডেস্ক

গতকাল সকালে সাইফ আলী খান ছিলেন ভারতের টুইটার ট্রেন্ডিংয়ের অন্যতম বিষয়। কারণটা ছিল এই ছোট নবাবের আত্মজীবনী লেখার ঘোষণা। বলিউডের এই অভিনেতার পড়ুয়া হিসেবে সুনাম আছে। জানিয়েছেন এবার তিনি লেখকের তালিকায় নাম লেখাতে যাচ্ছেন। শিগগিরই কলম হাতে নেবেন আত্মজীবনী লিখতে।

ধারণা করা হয়েছে সাইফ সম্ভবত বইটি লেখা শুরু করে দিয়েছেন, কারণ বই আগামী বছরই প্রকাশিত হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

আত্মজীবনী লেখার খবর নিশ্চিত করে ইকোনমিক টাইমসকে সাইফ বলেছেন, অনেক কিছু বদলে গেছে এবং অনেক কিছু সময়ের সঙ্গে হারিয়ে যাবে যদি আমরা সেগুলো রেকর্ড করে না রাখি। পেছনের দিনগুলোয় ফিরে তাকানোটা দারুণ ব্যাপার হবে, সেগুলোর স্মৃতিচারণ লিখে রাখাটা। সাইফ আলী খানের আত্মজীবনী লেখার খবর প্রকাশিত হতেই ভক্তদের মধ্যে সাড়া পড়ে গেছে। টুইটার, ফেসবুকে ভক্তদের নানা মন্তব্যে ভেসে যাচ্ছে। তৈরি হয়ে গেছে অসংখ্যা ট্রল, মিম।

পাতৌদির নবাব অবশ্য এখনো তার আত্মজীবনীর শিরোনাম কী হবে তা জানাননি। ভক্তরা আশা করছেন সাইফ তার স্বভাবসুলভ কৌতুক, স্টাইল তার লেখাতেও বজায় রাখবেন। হার্পার কলিন্স সাইফের আত্মজীবনী প্রকাশ করবে। বইটি ২০২১ সালের অক্টোবরে প্রকাশিত হবে।

 

সূত্র: পিংকভিলা


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫