জ্বালানি তেলের রফতানি কমিয়ে এনেছে সৌদি আরব

প্রকাশ: আগস্ট ২৫, ২০২০

বণিক বার্তা ডেস্ক

সৌদি আরব বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশ। কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির মূল্য নির্ধারণে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে দেশটি। সৌদি আরব উত্তোলন কম-বেশি হওয়া কিংবা দেশটি থেকে রফতানিতে উত্থান-পতনে আন্তর্জাতিক বাজারে বদলে যায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম। চলতি বছরের জুনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি রেকর্ড পরিমাণ কমিয়েছে সৌদি প্রশাসন। সময় দেশটি থেকে জ্বালানি পণ্যটির দৈনিক গড় রফতানি ৫০ লাখ ব্যারেলের নিচে নেমে এসেছে। জ্বালানি তেল গ্যাস খাতের তথ্য বিশ্লেষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান জয়েন্ট অর্গানাইজেশন ডাটা ইনিশিয়েটিভের (জেওডিআই) পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স অয়েলপ্রাইসডটকম।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের জুনে সৌদি আরব থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন গড়ে ৪৯ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে। আগের মাসের তুলনায় দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি কমেছে ১৭ দশমিক শতাংশ। গত মে মাসে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন গড়ে ৬০ লাখ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছিল।

গত মার্চ-এপ্রিলে রাশিয়ার সঙ্গে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে মূল্যযুদ্ধে জড়িয়েছিল সৌদি আরব। ওই সময় জ্বালানি তেলের উত্তোলন রফতানি দুটোই বাড়িয়ে দেয় রিয়াদ। মূল্যযুদ্ধের জের ধরে গত মার্চে সৌদি আরব থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন গড়ে ৭৩ লাখ ৯১ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছিল। এপ্রিলে দেশটি থেকে জ্বালানি পণ্যটির দৈনিক গড় রফতানি আরো বেড়ে দাঁড়ায় কোটি লাখ ৩৭ হাজার ব্যারেলে। সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি খাতে এটা একটি রেকর্ড।

সৌদি আরবের জ্বালানি তেল রফতানিতে এমন উল্লম্ফন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ কমিয়ে দেয়। সৌদি আরব রাশিয়ার মধ্যকার মূল্যযুদ্ধের জের ধরে মার্চে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম শূন্য ডলারের নিচে নেমে যায়। ইতিহাসে এর আগে কখনই জ্বালানি পণ্যটির দাম ঋণাত্মক অবস্থানে নামেনি। এপ্রিলেও আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম দামে বিক্রি হয় অপরিশোধিত জ্বালানি তেল।

তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের রেকর্ড দরপতনের লাগাম টানতে দ্রুতই তত্পর হয়ে ওঠে পণ্যটির রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) এর মিত্র দেশগুলো। ওপেক প্লাস নামের জোটে নেতৃত্ব দেয় সৌদি আরব রাশিয়া। দুই দেশের উদ্যোগে ওপেক প্লাস অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলনে ইতিহাসের সর্বোচ্চ লাগাম টানতে চুক্তি করে। কমিয়ে আনা হয় জ্বালানি পণ্যটির রফতানিও।

ওপেক প্লাসের চুক্তির আওতায় জুনে সৌদি আরবকে প্রতিদিন গড়ে ২৫ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমানোর কোটা বেঁধে দেয়া হয়েছিল। তবে বাজার ভারসাম্য ফেরানোর স্বার্থে দেশটি স্বপ্রণোদিত হয়ে নির্ধারিত কোটার তুলনায় দৈনিক গড়ে অতিরিক্ত ১০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমিয়েছে। এর প্রভাব পড়েছে জ্বালানি পণ্যটির রফতানি বাজারে। জুনে সৌদি আরব থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় রফতানি ৫০ লাখ ব্যারেলের নিচে নেমে এসেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫