জেটিতে ভারসাম্য হারিয়ে কাত হলো পানামার পতাকাবাহী জাহাজ

প্রকাশ: আগস্ট ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটিতে পানামার পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ওইএল হিন্দ’ প্রায় ১০ ডিগ্রি কাত হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে । রফতানি পণ্য বোঝাই ও খালি কনটেইনার মিলে ৯৬৪ একক কনটেইনার নিয়ে জাহাজটি আজ রোববার বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।

এ পরিস্থিতিতে ৫০০ টন ওজনের ২০টি কনটেইনার নামিয়ে ভারসাম্য ঠিক করার উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ইন্ডিপেনডেন্ট সারভেয়ার দিয়ে জাহাজটি সাগরে চলাচলের উপযোগী রিপোর্ট নিশ্চিত হলে জাহাজটি বন্দর ত্যাগের অনুমতি পাবে। 

বন্দর সূত্রে জানা গেছে, ১৮৪ দশমিক ১০ মিটার লম্বা এবং সাড়ে ৮ মিটার ড্রাফটের জাহাজটিতে কনটেইনার লোড করার পর রোববার ভারসাম্য হারিয়ে জেটির দিকে কাত হয়ে যাওয়ায় বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়নি। জাহাজটির স্থানীয় এজেন্ট জিবিএক্স। ‘ওইএল হিন্দ’ জাহাজটি কেন কাত হয়ে গেছে তা খতিয়ে দেখছে বন্দর কর্তৃপক্ষ। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫