সিসিএনএফের ভার্চুয়াল সেমিনারে বক্তারা

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে রাজনৈতিক উদ্যোগ জরুরি

প্রকাশ: আগস্ট ১৯, ২০২০

বণিক বার্তা ডেস্ক

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য রাজনৈতিক উদ্যোগকে অধিকতর জোরদারে জাতিসংঘ, আন্তর্জাতিক এনজিও এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কক্সবাজার সিএসও এনজিও ফোরাম (সিসিএনএফ) আয়োজিত ভার্চুয়াল সেমিনারে অংশগ্রহণকারীরা। বিশ্ব মানবিকতা দিবস উপলক্ষে গতকাল কভিড-১৯-এর সম্মুখযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা: সংহতি এবং বৈচিত্র্য শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক রাশেদুল ইসলাম বলেন, মিয়ানমারের এই নাগরিকদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন হতে পারে মানবতাবাদের সর্বোত্তম উদাহরণ।

ভার্চুয়াল সেমিনারে সভাপতিত্ব করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার। এতে সম্মানিত অতিথি ছিলেন আন্তর্জাতিক রেড ক্রস রেড ক্রিসেন্টের বাংলাদেশ প্রতিনিধি আজমাত উল্লাহ। এতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন অতিরিক্ত আরআরআরসি শামসুদ্দোহা, ইউএনএইচসিআর প্রতিনিধি কেফায়েত মোস্তফা, আইওএমের . সামির হালদার এবং আইএসসিজি থেকে সৈকত। সেমিনারটি পরিচালনা করেন সিসিএনএফের কো-চেয়ার আবু মোর্শেদ চৌধুরী এবং রেজাউল করিম চৌধুরী।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫