বৃষ্টিবিঘ্নিত সাউদাম্পটন টেস্ট ড্র

প্রকাশ: আগস্ট ১৮, ২০২০

ক্রীড়া ডেস্ক

ম্যাচের ফল আগেই নির্ধারিত হয়ে ছিল। পঞ্চম দিনের খেলা  ছিল নিছক আনুষ্ঠানিকতার। সেই আনুষ্ঠানিকতা শেষে ড্র’তেই সাউদাম্পটন টেস্ট শেষ করেছে ইংল্যান্ড ও পাকিস্তান। তবে ইংল্যান্ডের জন্য সান্ত্বনা হচ্ছে শেষ দিন এসে ব্যাটিং অনুশীলনের কিছুটা সুযোগ পেয়েছিল তারা। যদিও খুব বেশি কাজে লাগাতে পারেনি সে সুযোগ। 

নিজেদের বাজিয়ে দেখতে পেরেছে পাকিস্তানি বোলাররাও। পাকিস্তানের ২৩৬ রানের জবাবে ইংল্যান্ড ৪ উইকেটে ১১০ রান করে ইনিংস ঘোষণা করে। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দু দল। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে থাকল ইংল্যান্ড। 

এর আগে ৭ রানে ১ উইকেট নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে ব্যাটিং অনুশীলন ভালোভাবেই সারছিলেন ডম সিবলি ও জ্যাক ক্রলে। তবে ৫৩ রান করা ক্রলেকে ফিরিয়ে দেন মোহাম্মদ আব্বাস। লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন তিনি। একটু পর ৩২ রান সিবলিকেও ফিরিয়ে দেন আব্বাস। তখন  দলের রান ৯২। দলীয় ১০৫ রানে ফিরেন ওলে পোপ। ৯ রান করা পোপকে ফেরান ইয়াসির শাহ। এরপর ১১০ রানে গিয়ে ইনিংস ঘোষণা দেন জো রুট। ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানি উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ান। তিনি করেছিলেন ৭২ রান। 



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫