মানব চ্যালেঞ্জের ট্রায়ালগুলো অনৈতিক!

প্রকাশ: আগস্ট ১৬, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস পুরো পৃথিবীকে এক মহাসংকটে ফেলে দিয়েছে। থমকে গেছে মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ। এমন পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে একটি কার্যকর ভ্যাকসিনকে। কিন্তু একটি ভ্যাকসিনকে কার্যকর হিসেবে প্রমাণিত হওয়ার সর্বশেষ ট্রায়াল নিয়েও প্রশ্ন তুলেছেন একজন বিশেষজ্ঞ। শুক্রবার হার্ভার্ড মেডিকেল স্কুলের সাবেক একজন অধ্যাপক মানব চ্যালেঞ্জের ট্রায়ালকে অপ্রয়োজনীয়, তথ্যহীন অনৈতিক হিসেবে আখ্যায়িত করেছেন। নিয়ন্ত্রিত সংক্রমণের ট্রায়াল হিসেবেও পরিচিত ভ্যাকসিনের সর্বশেষ পরীক্ষা অর্থাৎ মানব চ্যালেঞ্জের ট্রায়ালে ভ্যাকসিনের কার্যকারিতা আরো দ্রুত মূল্যায়ন করার জন্য অংশগ্রহণকারীদের ইচ্ছাকৃতভাবে ভাইরাসে আক্রান্ত করা হয়। উইলিয়াম হ্যাসেলটাইন সিএনএনকে জানিয়েছেন, মূলত এটা পরীক্ষাগারে প্রাণীর মতো করে মানুষদের চিকিৎসা করছে।

সিএনএন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫