২২০ কোটি ডলারে নিঃসরণ মামলা নিষ্পত্তি ডাইমলারের

প্রকাশ: আগস্ট ১৫, ২০২০

বণিক বার্তা ডেস্ক

ডিজেলচালিত গাড়িতে কার্বন নিঃসরণের উপাত্তে ফাঁকি দিতে ত্রুটিপূর্ণ সফটওয়্যার ব্যবহারের কারণে বিভিন্ন মামলা নিষ্পত্তিতে ২২০ কোটি ডলার  দেবে ডাইমলার। বৃহস্পতিবার তথ্য নিশ্চিত করেছে জার্মান গাড়ি নির্মাতা জায়ান্টটি। খবর এএফপি।

এক বিবৃতিতে ডাইমলার জানায়, যুক্তরাষ্ট্রে বিক্রীত ডিজেলচালিত লাখ ৫০ হাজার যাত্রীবাহী গাড়ি ভ্যান নিয়ে বিভিন্ন দেওয়ানি পরিবেশগত মামলা নিষ্পত্তিতে নীতিগতভাবে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে কোম্পানিটি।

চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সরকারকে ১৫০ কোটি ডলার দেবে ডাইমলার এবং গ্রাহকদের বিভিন্ন ক্লাস অ্যাকশন মামলা নিষ্পত্তিতে বাকি ৭০ কোটি ডলার দেয়া হবে।

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের মধ্যে রয়েছে বিচার বিভাগ, শুল্ক সীমান্ত সুরক্ষা বিভাগ এবং ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ, যেখানে প্রথম অভিযোগ দায়ের করা হয়।

ডাইমলারের বিরুদ্ধে অভিযোগ, এটি কার্বন নিঃসরণ পরীক্ষায় ফাঁকি দিতে ডিজেলচালিত গাড়িতে অবৈধ সফটওয়্যার ব্যবহার করেছে।

২০১৫ সালে ফক্সওয়াগনের গাড়িতে ত্রুটিপূর্ণ সফটওয়্যার ব্যবহারের অভিযোগটি পরবর্তী সময়ে ডিজেলগেট কেলেঙ্কারি হিসেবে স্বীকৃত হয়। কেলেঙ্কারিতে বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানি ফক্সওয়াগনের হাজার কোটি ইউরোরও বেশি জরিমানা দিতে হয়েছে। এর বেশির ভাগই গেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মামলা নিষ্পত্তিতে।   


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫