সিরাজগঞ্জে আবারো বাড়ছে যমুনার পানি

প্রকাশ: আগস্ট ১৪, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কয়েক দিন ধরে যমুনার পানি কমতে শুরু করেছিল। এজন্য নদীতীরে আশ্রয় নেয়া মানুষ নিজ ঘরে ফেরাও শুরু করে। কিন্তু দুইদিন ধরে আবারো বাড়তে শুরু করেছে যমুনার পানি। দুইদিনে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও তা এখন বিপত্সীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, জেলার ছয়টি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা প্রণয়নের কাজ শুরু করা হলেও চতুর্থ দফা বন্যার কারণে তা পিছিয়ে গেছে। তার মতে, তালিকা প্রণয়ন করতে আরো এক সপ্তাহ সময় লাগতে পারে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫