যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষ, তিনজন নিহত

প্রকাশ: আগস্ট ১৩, ২০২০

বণিক বার্তা অনলাইন

যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে দুদলের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তিন কিশোর হল- বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছোলিবপুর পূর্বপাড়ার নান্নু পরামানিকের ছেলে নাইম হাসান (১৭), খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা দক্ষিণপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান (১৮) ও বগুড়ার শেরপুরের মহিপুর গ্রামের নূরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন।

জানা গেছে, শিশু উন্নয়ন কেন্দ্রটিতে বিভিন্ন অপরাধে জড়িত দেশের বিভিন্ন জেলার ২৮০ কিশোর আটক আছে। তাদের মধ্যে দুটি দলও তৈরি হয়েছে। যাদের একটিতে নেতৃত্ব দেয় পাভেল নামের এক কিশোর, অপরটির নেতা রবিউর নামে আরেকজন। এই দুই গ্রুপের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল লেগেই থাকে। আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে গেল বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। দুপুর ২টায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

উন্নয়ন কেন্দ্রটির প্রমোশন অফিসার মুশফিক আহমেদ জানিয়েছেন, কিশোরদের দুই পক্ষ লোহার রড ও মশারি টাঙানোর লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মারা যায় তিনজন। বেশ কয়েকজন আহত হয়েছে। এদের একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা ভেতরেই চিকিৎসা নিচ্ছে। 

খবর পেয়ে রাতে যশোরের জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার কিশোর উন্নয়ন কেন্দ্রটি পরিদর্শনে গেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫