কুড়িগ্রামে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত

প্রকাশ: আগস্ট ১৩, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদর উপজেলার আরডিআরএস বাজারে যাত্রীবাহী বাসের চাপায় প্রাইভেটকারের চার আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিআরটিসির একটি বাসের সঙ্গে নরসিংদী থেকে কুড়িগ্রামগামী একটি প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক দেলবর হোসেন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে আকবর হোসেন (৫৯) ও তার ছেলে বেলাল হোসেন (২৬) মারা যান। হাসপাতালে আনার পরে আকবরের স্ত্রী বিলকিস বেগম (৪৫) মারা যান। এছাড়া আকবর হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা (১৪) ও প্রাইভেট কারের হেলপার মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আয়শা সিদ্দিকাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আকবর হোসেন নরশিংদী জেলার মনোহরদী উপজেলা সমাজসেবা অফিসার। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাচপীর এলাকায়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আনোয়ারুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে আকবর ও ছেলে বেলাল মারা যান। পরে মা বিলকিস বেগম কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫