দেশে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার ২০২০’ প্রোগ্রাম শুরু

প্রকাশ: আগস্ট ১৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক

তরুণ মেধাবীদের বিকাশে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড সিডস ফর দ্য ফিউচার ২০২০ প্রোগ্রাম উদ্বোধন করেছে এক ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

প্রোগ্রামের উদ্বোধন করেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং ঝেংজুন সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান . এস এম মোস্তফা আল মামুন, বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক . কে এম আশিকুর রহমান প্রমুখ

স্থানীয়ভাবে আইসিটি খাতে তরুণ মেধাবীদের বিকাশ এবং তাদের মাঝে তথ্যপ্রযুক্তি বিষয়ক শিক্ষার প্রসারের লক্ষ্যে বছরের সবচেয়ে বড় সিএসআর প্রোগ্রাম সিডস ফর দ্য ফিউচার আয়োজন করে আসছে হুয়াওয়ে উদ্যোগে একাডেমিক খাতসংশ্লিষ্ট জ্ঞানের অসাম্য দূরীকরণের ওপর জোর দেয়া হয় নির্দিষ্ট অংশগ্রহণকারীরা বৈশ্বিক আইসিটি খাতের সর্বশেষ উন্নয়ন নিয়ে জানার সুযোগ পায় পাশাপাশি তাদের আইসিটি দক্ষতা বৃদ্ধিরও সুযোগ পায় বিশ্বব্যাপী এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলবিদ্যা গণিত) এবং আইসিটি বিষয়ে শীর্ষ শিক্ষার্থীদের জন্য হুয়াওয়ের দীর্ঘমেয়াদি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় কার্যক্রম পরিচালিত হয়

চলতি বছর বাংলাদেশে প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বুয়েট, চুয়েট, কুয়েট রুয়েট থেকে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবেন প্রতিযোগিতায় ঢাবি, চুয়েট কুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থীরা এবং অন্যদিকে বুয়েট রুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবে

অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, তরুণরাই যেকোনো উন্নয়নের মূল চালিকাশক্তি তাদের ইতিবাচক বিষয়ে উদ্বুদ্ধ করা খুবই গুরুত্বপূর্ণ হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রাম তরুণদের আইসিটি দক্ষতা বাড়ানোর মাধ্যমে তাদের ব্যক্তিগত বিকাশে সহায়তা করে আমাদের প্রত্যাশা, প্রোগ্রামটি আইসিটি খাতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে উজ্জীবিত করবে এবং বিগ ডেটা, আইওটির মতো নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভে সহায়তা করবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫