প্রিমিয়ার ব্যাংকের ২১তম এজিএম

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রকাশ: আগস্ট ১২, ২০২০

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত সোমবার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে সভায় নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন এবং শতাংশ নগদ শতাংশ স্টক মিলে মোট ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের বিষয়টি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়

নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী, নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্রমণের ঝুঁকি এড়াতে শেয়ারহোল্ডার পরিচালকদের সরাসরি উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল সাহায্যে এই এজিএম আয়োজন করা হয়

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবালের সভাপতিত্বে সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবালসহ ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্য সদস্যদের মধ্যে বিএইচ হারুন এমপি, আব্দুস সালাম মুর্শেদী এমপি, মোহাম্মদ ইমরান ইকবাল, শফিকুর রহমান, জামাল জি আহমেদ, স্বতন্ত্র পরিচালক চৌধুরী জাফরউল্লাহ শারাফাত নবা গোপাল বণিক, বিকল্প পরিচালক এএইচএম ফেরদৌস, ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম রিয়াজুল করিম এবং শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন

সভাপতির বক্তব্যে ডা. এইচবিএম ইকবাল শেয়ারহোল্ডারদের উদ্দেশে বলেন, ব্যাংকের পরিচালন মুনাফা ২০১৯ সালে ৭৩২ কোটি টাকায় উন্নীত হয়, যা মুনাফা প্রবৃদ্ধির হার পূর্ববর্তী বছরের তুলনায় ২১ শতাংশ বেশি সময় তিনি ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডারসহ সবার অংশগ্রহণ সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং সবার সুস্থতা কামনা করেন ভবিষ্যতে ব্যাংকের মুনাফা আরো বৃদ্ধিপূর্বক আকর্ষণীয় লভ্যাংশ প্রদানের লক্ষ্যে কাজ করতে ব্যাংকের কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি

এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এমডি সিইও এম রিয়াজুল করিম তিনি ব্যাংকের কর্মকর্তা শেয়ারহোল্ডারদের ব্যাংকের প্রতি তাদের সুদীর্ঘ সুদৃঢ় সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫