প্রথম করোনা লকডাউনে ভুটান

প্রকাশ: আগস্ট ১২, ২০২০

বণিক বার্তা ডেস্ক

প্রথমাবারের মতো নভেল করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনে যাচ্ছে ভুটান। ভারত চীনের মাঝখানে মাত্র আট লাখ মানুষের দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১১৩ জন। পৃথিবীর যে অল্প কয়েকটি দেশে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি, তার মধ্যে অন্যতম ভুটান। খবর এএফপি।

গতকাল সকালের দিকে লকডাউন ঘোষণা করে ভুটান কর্তৃপক্ষ। দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, প্রাথমিকভাবে লকডাউনে পাঁচ থেকে ছয়দিনের জন্য শুধু জরুরি সেবা চালু থাকবে। তার কার্যালয় থেকে সময় সবাইকে ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে ঘরে অবস্থানের জন্য অনুরোধ করা হয়। মূলত বিদেশফেরত এক নারীর করোনা শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই নারী কুয়েত থেকে ফেরার পর ৩০ দিন কোয়ারেন্টিনে ছিলেন। ছয়টি পিসিআর টেস্টের সবগুলোর ফল নেগেটিভ আসার পর গত ২৬ জুলাই তাকে কোয়ারেন্টিন থেকে ছেড়ে দেয়া হয়। এরপর তিনি দেশজুড়ে প্রচুর ভ্রমণ করেন। কিন্তু সোমবার তার সপ্তম পিসিআর টেস্টের ফল পজিটিভ আসে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫