বৈরুত বিস্ফোরণে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

প্রকাশ: আগস্ট ১১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

লেবাননের রাজধানী বৈরুতে গত মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। গভর্নর মারওয়ান আবাউদ তথ্য নিশ্চিত করেন। খবর বিবিসি।

গভর্নর মারওয়ান জানান, এখনো ডজনখানেক মানুষ নিখোঁজ রয়েছে, যাদের বেশির ভাগ বিদেশী শ্রমিক বলে জানা গেছে।

স্থানীয় আল-মারশাদ অনলাইনকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা ২২০- দাঁড়িয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে ১১০ জন। নিখোঁজদের বেশির ভাগই বিদেশী কর্মী লরি চালক। এজন্য তাদের চিহ্নিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।

গত মঙ্গলবারের বিস্ফোরণের পর তিন লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এদিকে লেবাননের সেনাবাহিনী বলছে, তারা পর্যায়ে উদ্ধার অনুসন্ধান তত্পরতা বন্ধ করেছে। কারণ এখন জীবিত কাউকে পাওয়া যাচ্ছে না।

বিপর্যয়টিতে সরকারের ব্যর্থতার কারণে রোববারও রাস্তায় নেমে বিক্ষোভ করেছে লেবানিজরা। সোমবার বিচারমন্ত্রীসহ মন্ত্রিসভার তিন সদস্যের পদত্যাগেও ক্ষোভ প্রশমিত হয়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫