পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৬

প্রকাশ: আগস্ট ১১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণে গতকাল ছয়জনের মৃত্যু হয়েছে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রাজ্জাক চিমা বলেন, মাদকবিরোধী কর্তৃপক্ষের ছয় কর্মকর্তাকে বহনকারী একটি গাড়ি সম্ভবত বিস্ফোরণের লক্ষ্য ছিল। কিন্তু আফগান সীমান্তের কাছে ছামান শহরে ওই বিস্ফোরণে ছয় পথচারী নিহত হয়। এছাড়া আহত হয় আরো ১০ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। খবর এএফপি।

স্বরাষ্ট্রমন্ত্রী এজাজ শাহ এক বিবৃতিতে বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিস্তারের লক্ষ্যেই ধরনের হামলা করা হচ্ছে। তবে তাত্ক্ষণিকভাবে হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। কিন্তু বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তান সরকারের কাছে আরো বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবি করে আসছে, যা বহু বছর ধরেই অঞ্চলটিতে বিদ্রোহ অস্থিরতার প্রধান উৎস।

খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানের অবস্থান আফগানিস্তান ইরান সীমান্তের কাছে। পাকিস্তানের চার প্রদেশের মধ্যে এটি সর্ববৃহৎ। কিন্তু এখানে অধিবাসীর সংখ্যা খুব বেশি হলে ৭০ লাখের মতো। তাদের অভিযোগ, তারা কেন্দ্র সরকারের কাছ থেকে গ্যাস খনিজ সম্পদের ন্যায্য হিস্যা পাচ্ছে না।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫