যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি সহায়তা প্যাকেজ খুবই গুরুত্বপূর্ণ —শিকাগো ফেডের প্রেসিডেন্ট

প্রকাশ: আগস্ট ১১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের সংক্রমণকালে কর্মীদের নিরাপদে ঘরে অবস্থানের জন্য যুক্তরাষ্ট্রের আরো একটি সহায়তা প্যাকেজ বাস্তবায়ন করা জরুরি বলে মন্তব্য করেছেন শিকাগো ফেডের প্রেসিডেন্ট চার্লস ইভানস। তার মতে, দেশের ক্ষুদ্র ব্যবসা ঝুঁকিতে থাকা গোষ্ঠীকে রক্ষার দায়িত্ব মূলত মার্কিন আইনপ্রণেতাদের। তাদেরকেই পদক্ষেপ নিতে হবে, যাতে ভাইরাস নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত মানুষ বাড়িভাড়া পরিশোধের পাশাপাশি খাবার কিনতে সমর্থ হয়। খবর রয়টার্স।

ইভানস বলেন, আমি মনে করি, বর্তমান পরিস্থিতিতে জনগণের আস্থা ধরে রাখা খুবই জরুরি। এক্ষেত্রে আরেকটি সহায়তা প্যাকেজ সত্যিকার অর্থেই দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইভানস এমন সময় মন্তব্য করলেন, যখন দীর্ঘ কয়েক সপ্তাহের আলোচনার পরও মার্কিন আইনপ্রণেতারা দ্বিতীয় সহায়তা প্যাকেজের বিষয়ে একমত হতে পারেননি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫