মহামারীতে বড় ধাক্কা খেল ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথাওয়ে

প্রকাশ: আগস্ট ১০, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস মহামারীতে আর্থিক বিপর্যয়ের জেরে শনিবার ৯৮০ কোটি ডলার শেয়ার রাইটডাউন ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল বার্কশায়ার হ্যাথাওয়ে।  খবর রয়টার্স।

মহামারীর কারণে বৈশ্বিক লকডাউনের ফলে বার্কশায়ার হ্যাথাওয়ের ৯০টিরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ায় বিনিয়োগ জায়ান্টটির পরিচালনা মুনাফা ১০ শতাংশ কমেছে।

সিএফআরএ রিসার্চের ইকুইটি বিশ্লেষক ক্যাথি সেইফার্ট বলেন, রাইটডাউনের সিদ্ধান্ত খুবই দূরদর্শী হিসেবে দেখা দিয়েছে। 

বার্কশায়ার হ্যাথাওয়ে তাদের সবচেয়ে বড় অধিগ্রহণের মাধ্যমে ২০১৬ সালে প্রিসিজনকে অঙ্গীভূত করেছিল। তখন হাজার ২১০ কোটি ডলার দিয়েছিল ওয়ারেন বাফেটের নেতৃত্বাধীন ওই বিনিয়োগ জায়ান্ট। কভিড-১৯ মহামারীতে উড়োজাহাজের ক্রয়াদেশ বড় আকারে কমায় প্রিসিজনের পণ্যের চাহিদায় শ্লথগতি দেখা দিয়েছে।

উড়োজাহাজসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রে নিজের বিরাগের কথাও জানিয়েছেন স্বয়ং বাফেট। গত মে তিনি শেয়ারহোল্ডারদের বলেন, শিল্পের ভবিষ্যৎ তার কাছে তেমন স্পষ্ট নয়।

বার্কশায়ার বলছে, প্রিসিজনযারা শিল্প যন্ত্রাংশও তৈরি করে, তাদের আয় এক-তৃতীয়াংশ কমেছে এবং কার্যক্রম সংকুচিত হওয়ার পরিপ্রেক্ষিতে কোম্পানি পুনর্গঠনের কথা ভাবছে। ৩৩ হাজার ৪১৭ কর্মী নিয়ে ২০১৯ সাল শেষ করা প্রিসিজন তাদের ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে।

২০১৮ সালের পর থেকেই বিস্তৃত শেয়ারবাজারে বার্কশায়ারের শেয়ারদরে পতন লক্ষ করা গেছে। কারণে কোম্পানি কর্তৃক শেয়ার পুনঃক্রয় সাধারণ বিনিয়োগকারীরা স্বাগত জানাবে বলে মনে করেন সেইফার্ট।

মহামারীতে বার্কশায়ারের আরো যে কোম্পানিগুলো ধুঁকছে, তাদের মধ্যে রয়েছে বিএনএসএফ রেলওয়ে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫