মঙ্গলবার বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি

প্রকাশ: আগস্ট ০৯, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

আগামী মঙ্গলবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুমার আগরওয়ালের মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে হিলি বন্দর কর্তৃপক্ষ।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, গতকাল শনিবার (৮ আগস্ট) ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অশোক কুমার আগরওয়াল আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১১ আগস্ট মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য সারাদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশন। সে অনুযায়ী আজ বিকালে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মণ্ডল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি আমাদের অবহিত করেছেন তারা। 

এদিকে বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরে আমদানিকরা পণ্য খালাস, ভর্তি, ডেলিভারিসহ সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫