মোটরসাইকেলে বোমাসদৃশ বস্তু, সিলেটে পুলিশ সদস্যকে বরখাস্ত

প্রকাশ: আগস্ট ০৯, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, সিলেট

সিলেট নগরের চৌহট্টা এলাকায় মোটরসাইকেলে বোমা সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় পুলিশ সদস্য চয়ন নাইডুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট চয়নের মোটর সাইকেলেই ওই বস্তু পাওয়া গিয়েছিল।

৫ আগস্ট সন্ধ্যায় মোটরসাইকেলে বোমাসদৃশ ওই বস্তু পাওয়ার ঘটনায় সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়। তবে সেনাবাহিনী-র‌্যাব-পুলিশের প্রায় ২২ ঘণ্টা অভিযানের পর জানা যায়, মোটরসাইকেলের আলোচিত বস্তুটি কোনো বিস্ফোরক নয়। টাইলস কাটার যন্ত্র (গ্রাইন্ডিং মেশিন)।

এরপরই প্রশ্ন ওঠে পুলিশ সদস্যের মোটসাইকেলে ওই বস্তুটি কে রেখেছিল। এ প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। এর মধ্যে গতকাল শনিবার রাতে ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডুকে সাময়িক বরখাস্তের কথা জানায় সিলেট মহানগর পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, ৬ আগস্টই চয়ন নাইডুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তা প্রকাশ করা হয়নি।

তিনি বলেন, ঘটনার সময় নিজের দায়িত্বরত এলাকা ছেড়ে অন্য এলাকায় অবস্থান করছিলেন চয়ন। সরকারি মোটরসাইকেল এভাবে অরক্ষিতভাবে ফেলে রাখার অভিযোগে ৬ আগস্ট তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, মোটরসাইকেলে ওই বস্তুটি কে রেখেছে এ ঘটনার তদন্ত করছে পুলিশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫