সোনারগাঁওয়ের খামারির দুই দিনে ৭০০ হাঁসের মৃত্যু

প্রকাশ: আগস্ট ০৯, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়ে খামারের  ৭০০ হাঁস মারা গেছে। দুদিন ধরে জামপুর ইউনিয়নের চরতালিমাবাদ গ্রামে জাকির হোসেনের হাঁসের খামারে এ মড়ক দেখা দিয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামারি।

জাকির হোসেন জানান, প্রতি বছর তিনি ডিম উৎপাদনের জন্য এ হাঁসের খামার করে থাকেন। ডিমপাড়া শেষ হলে হাঁস বিক্রি করে দেন। এ বছর দেড় হাজার হাঁসের বাচ্চা নিয়ে খামার শুরু করেন।  হাঁসগুলোর আগামী মাস থেকে ডিম দেয়ার কথা ছিল। কিন্তু গত শুক্রবার থেকে খামারে ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়ে মরতে শুরু করে। দুই দিনে ৭০০ হাঁস মারা গেছে তার। বাকিগুলোর অবস্থাও আশঙ্কাজনক।

নারায়ণগঞ্জের ভেটেরিনারি সার্জন ডা. আসাদুজ্জামান বলেন, ডাক প্লেগ রোগে আক্রান্ত হলে হাঁসের কলিজা (যকৃত) শুকিয়ে যায়। ফলে হাঁস ধীরে ধীরে অসুস্থ হয়ে মারা যায়। এ রোগে আক্রান্ত হলে সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম। এ মড়ক থেকে বাঁচতে নির্দিষ্ট সময়ের মধ্যে হাঁসকে ডাক প্লেগ রোগের ভ্যাকসিন দিতে হয়। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫