চেক রিপাবলিকে বহুতল ভবনে আগুন, শিশুসহ ১১ জনের মৃত্যু

প্রকাশ: আগস্ট ০৯, ২০২০

বণিক বার্তা অনলাইন

ইউরোপের দেশ চেক রিপাবলিকের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বহুমিনের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী প্রাগ থেকে ৩৮০ কিলোমিটার দূরে শহরটিতে গতকাল শনিবার স্থানীয় সময় বিকালে এই অগ্নিকাণ্ড ঘটে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের পাঁচজনই আগুন থেকে বাঁচতে ১১ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছিলেন বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। আর আগুনে পুড়ে এবং ধোঁয়া শ্বাস বন্ধ হয়েছে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন শিশুও রয়েছে। আগুন নির্বাপন ও উদ্ধার কাজ চালানোর সময় দমকল বাহিনীর দুই কর্মী ও এক পুলিশ সদস্যসহ আরও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

মোরাভিয়ান-সিলেসিয়ান দমকল বাহিনীর প্রধান ভ্লাদিমিয়ের ভারচেক স্থানীয় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় একটি নিউজ পোর্টালে দেশটির ৩০ বছরের ইতিহাসে এটিকে সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। 

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এরই মধ্যে কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে চেক রিপাবলিক পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে গ্রেফতারও করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫