করোনার উপসর্গ নিয়ে রাজবাড়ি জেলা বিএমএ সভাপতির মৃত্যু

প্রকাশ: আগস্ট ০৯, ২০২০

বণিক বার্তা অনলাইন

বাংলাদেশের চিকিৎসা পেশাজীবীদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা. গোলাম মোস্তফা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে তিনি মারা যান।

৮০ বছর বয়সী জ্যেষ্ঠ এই চিকিৎসক স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও জেলা বঙ্গবন্ধু পরিষদেরও সভাপতি ছিলেন।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরে নিউমোনিয়া, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন ডা. গোলাম মোস্তফা। গত ৫ আগস্ট রাজবাড়ী সদর হাসপাতালে তিনি করোনা পরীক্ষার নমুনা দেন তিনি। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তার অবস্থার অবনতি ঘটলে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, বিকালে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় তিনি সদর হাসপাতালে ভর্তি হন। তার মেয়ে জানান, তার বাবার করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে বলে ঢাকায় যোগাযোগ করে জেনেছেন। তখন হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের ডা. শামীম আহসান তাকে চিকিৎসা দেন। 

পরে অবস্থার আরও অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫