মুন্সীগঞ্জে বন্যাদুর্গত এলাকায় নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা

প্রকাশ: আগস্ট ০৯, ২০২০

দেশব্যাপী বন্যা পরিস্থিতি মোকাবেলায় মুন্সীগঞ্জের দুর্গত এলাকায় খাদ্য চিকিৎসা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। বন্যার কারণে চরম খাদ্য, পানীয় চিকিৎসা সংকটে পড়া জেলার টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড়, কামারখাড়া, হাসাইল-বানারী পাঁচগাঁও ইউনিয়নের স্থানীয় হতদরিদ্র ৫২০টি পরিবারের মাঝে গতকাল শুকনো খাদ্য চিকিৎসা সামগ্রী প্রদান করে নৌবাহিনী। খাদ্যসহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিঁড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিশুদ্ধ পানি প্রদান করা হয়।

টঙ্গীবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এসব খাদ্যসামগ্রী চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, দেশের বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত দেশের দুর্গত এলাকায় নৌবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে। আইএসপিআর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫