বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো

প্রকাশ: আগস্ট ০৯, ২০২০

ফিচার প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। চ্যানেলটি নিজস্ব অর্থায়নে গবেষণামূলক দুর্লভ ফুটেজ সংযোজন করে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন বাংলাদেশের অভ্যুদয় শিরোনামে প্রামাণ্যচিত্র তৈরি করেছে। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ঘণ্টা ৫০ মিনিট দৈর্ঘ্যের তথ্যচিত্রটির গবেষণা, গ্রন্থনা পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।

আগামীকাল বিকাল ৪টায় আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও, ৯৫ তেজগাঁও, ঢাকা-১২০৮- প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী . হাছান মাহ্মুদ, এমপি।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বর্ষ উপলক্ষে একটি দীর্ঘ প্রামাণ্যচিত্র নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল আরটিভি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫