বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরত আনতে সরকার সচেষ্ট —পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: আগস্ট ০৮, ২০২০

কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরত আনার বিষয়ে সরকার সচেষ্ট। মুজিব বর্ষে কমপক্ষে আরো একজন খুনিকে দেশে ফেরত এনে বিচারের রায় কার্যকরের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত মুজিব বর্ষে একজন খুনির রায় কার্যকর করা হয়েছে।

গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বঙ্গবন্ধু তার পরিবারের অন্যান্য সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ, দোয়া বিশেষ মোনাজাতে অংশ নেন . মোমেন। তিনি জাতির জনকের সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহেদা সুলতানা, পুলিশ সুপার সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী মো. আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল হোসেন শেখ, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস পৌর মেয়র শেখ আহমেদ হোসেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫