ফজিলাতুন্নেছা মুজিবের আত্মত্যাগের বার্তা ছড়িয়ে দিতে হবে —তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: আগস্ট ০৮, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি জামালপুর

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বঙ্গমাতা শেখ  ফজিলাতুন্নেছা মুজিব জাতির পিতা বঙ্গবন্ধুর পাশে থেকে শুধু তাকে সাহস, অনুপ্রেরণা আর শক্তি জোগাননি, তিনি তার সমস্ত মন-প্রাণ হূদয় দিয়ে দেশের মানুষের সেবা করে গেছেন। মহিয়সী রমণীকে শুধু স্মরণ নয়, তাকে অনুসরণও করতে হবে এবং আগামী প্রজন্মের মাঝে এসব ত্যাগ দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে হবে।

গতকাল বিকালে জামালপুরের সরিষাবাড়ীর দৌলতপুরস্থ নিজ বাড়িতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পক্ষাঘাতগ্রস্ত, দরিদ্র অসহায় মানুষের মাঝে ২০টি হুইল চেয়ার, ১০টি সেলাই মেশিন ৫৬টি নলকূপ বিতরণকালে তিনি কথা বলেন।

প্রতিমন্ত্রী করোনাকাল বন্যার চলমান কঠিন সময়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের আহ্বান জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি তাদের সহযোগিতা অসহায় মানুষকে বিপদ কাটিয়ে উঠতে প্রেরণা শক্তি জোগাবে।

সময় সরিষাবাড়ী উপজেলা প্রশাসন স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত শিশুয়া ব্রিজ অ্যাপ্রোচ সড়ক উন্নয়নের কাজ পরিদর্শন করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫