জিকে শামীমের বিরুদ্ধে সিআইডির অভিযোগপত্র, ১৮০ অ্যাকাউন্টে ৩৩৭ কোটি টাকা

প্রকাশ: আগস্ট ০৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় জি কে শামীম ও তার সাত সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দেয়া অভিযোগপত্রে শামীমের বিপুল সম্পদের তথ্য তুলে ধরা হয়েছে।

সিআইডির অর্গানাইজ ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল বণিক বার্তাকে বলেন, জি কে শামীমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে করা মামলাটির তদন্ত শেষে অভিযোগপত্র দেয়া হয়েছে। সেখানে তার অস্ত্রধারী সাত দেহরক্ষীকেও অভিযুক্ত করা হয়েছে। 

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, দেশের ১৮০টি ব্যাংক হিসাবে প্রায় ৩৩৭ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে শামীমের। এ ছাড়া ঢাকায় তাঁর দুটি বাড়িসহ প্রায় ৫২ কাঠা জমি রয়েছে। টেন্ডারবাজি, বাস টার্মিনাল ও গরুর হাটে চাঁদাবাজির মাধ্যমে আয় করা অর্থে এসব সম্পদ শামীম গড়েছেন। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫