নড়াইলে করোনা উপসর্গ নিয়ে মেডিকেল অফিসারের মৃত্যু

প্রকাশ: আগস্ট ০৭, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, নড়াইল

করোনার উপসর্গ নিয়ে নড়াইল সদর উপজেলার গোবরা উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. ইয়ানুর হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নড়াইল আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাবু।

তিনি জানান, ইয়ানুর হোসেন গত কয়েকদিন যাবৎ শ্বাসকষ্ট, জ্বর ও গলাব্যাথাসহ করোনার বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। 

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫