মহামারীর ‘দ্বিতীয় পর্যায়ে’ প্রবেশ করছে ফিনল্যান্ড

প্রকাশ: আগস্ট ০৭, ২০২০

বণিক বার্তা ডেস্ক

ফিনল্যান্ডে বেশ দ্রুত বাড়ছে বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ থেকে আগতদের ওপর নতুন নিয়ন্ত্রণ নীতিমালা চালু করেছে ফিনল্যান্ড কর্তৃপক্ষ গতকাল দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা সংক্রমণ নিয়ে সতর্কবার্তা প্রদানের পাশাপাশি তথ্য নিশ্চিত করেন খবর এএফপি

কর্তৃপক্ষ জানায়, ক্রমবর্ধমান সংক্রমণ পরিস্থিতিতে বেলজিয়াম, নেদারল্যান্ডস অ্যান্ডোরকে নিরাপদ ভ্রমণ তালিকা থেকে বাদ দিয়েছে ফিনল্যান্ড এসব দেশ থেকে আগতদের সীমান্তে রুখে দেয়া হচ্ছে একই সঙ্গে অন্য স্থান থেকে আগতদের রাখা হচ্ছে ১৪ দিনের কোয়ারেন্টিনে এছাড়া দেশের অভ্যন্তরে সংক্রমণ প্রতিরোধে অন্য পদক্ষেপ আগামী সপ্তাহে উন্মোচন করা হবে

এক সংবাদ সম্মেলনে ফিনল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্ট্র্যাটেজিক ডাইরেক্টর লিসা-মারিয়া ভোইপিও-পুলকি বলেন, নতুন পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে নভেল করোনাভাইরাসের পুনরুৎপাদন হার বেশ উদ্বেগজনক অবস্থায় রয়েছে পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, দেশে মহামারীর দ্বিতীয় পর্যায় শুরু হয়ে গেছে এখন সংক্রমণের ধাক্কা বড় হবে কি ছোট হবে, তা নির্ভর করছে আমাদের প্রস্তুতি সংক্রমণ প্রতিরোধে গৃহীত পদক্ষেপের ওপর

তবে আশার কথা হলো, সংক্রমণ বৃদ্ধি পেলেও ইউরোপের মধ্যে কভিড-১৯ আক্রান্তের হার সবচেয়ে কম ফিনল্যান্ডে গত ১৪ দিনে দেশটিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে নতুন করে সংক্রমিত হয়েছে মাত্র দুজন এখন পর্যন্ত ফিনল্যান্ডের ৫৫ লাখ অধিবাসীর মধ্যে নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে হাজার ৫৩২ জন কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছে ৩৩১ জন

এদিকে বসন্তকালীন আরোপিত অধিকাংশ লকডাউন বিধিনিষেধ তুলে নেয়া শুরু করেছে ফিনল্যান্ড সরকার ফের ঘরে কিংবা বাইরে বড় ধরনের গণজমায়েতের অনুমতিও দেয়া হয়েছে পাশাপাশি স্বাভাবিক সময়ের মতো খুলে দেয়া হয়েছে রেস্তোরাঁ বার একই সঙ্গে আগামী সপ্তাহ থেকে শিশুরা শ্রেণীকক্ষে ফিরবে বলেও আশা করা হচ্ছে

কিন্তু সংক্রমণের নতুন পরিস্থিতিতে কর্তৃপক্ষ বলছে, আগামী সপ্তাহে শরত্কালীন রোডম্যাপ উন্মোচন করা হবে যদি ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া অব্যাহত থাকে, তাহলে তা নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপও গ্রহণ করা হবে এসব পদক্ষেপের অন্যতম হতে পারে আঞ্চলিক লকডাউন এবং প্রথমবারের মতো ফেস মাস্ক ব্যবহারের নির্দেশনাও জারি করা হতে পারে তবে এখন পর্যন্ত দেশটির কর্তৃপক্ষ মুখ ঢাকার বিপরীতেই তাদের মতামত প্রকাশ করেছেন কারণ তাদের মতে, মাস্কে মুখ ঢাকার মধ্য দিয়ে ভাইরাস থেকে সুরক্ষাপ্রাপ্তির বিষয়ে যথেষ্ট প্রমাণ নেই

দেখা গেছে, নতুন করে আক্রান্তদের মধ্যে অধিকাংশের বয়স ৩০ বছরের নিচে গ্রীষ্মে তরুণরা সামাজিক মেলামেশা বেশি করায় তাদের মধ্যে আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়া ফিনল্যান্ডের প্রতিবেশী নরওয়ে ডেনমার্কের সাম্প্রতিক সপ্তাহগুলোয় সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে এছাড়া বৃহস্পতিবার সুইডেনের পাবলিক হেলথ এজেন্সি জানায়, দেশটিতে গত কয়েক দিনে নতুন সংক্রমণ সামান্য বেড়েছে বিষয়ে দেশটির রাষ্ট্রীয় এপিডেমিওলজিস্ট আন্দ্রেস তেগনেল বলেন, নতুন করে কেন সংক্রমণ দেখা দিচ্ছে, তা তারা ঠিক বুঝতে পারছেন না তবে এটি নিশ্চিত, তরুণদের মধ্যেই নতুন সংক্রমণের হার বেশি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫