দক্ষিণ কোরিয়ায় নৌকাডুবিতে ৭ উদ্ধারকর্মী নিহত

প্রকাশ: আগস্ট ০৭, ২০২০

বণিক বার্তা ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় বন্যার পানিতে নৌকা উল্টে গিয়ে সাতজন উদ্ধারকর্মী নিখোঁজ হয়েছেন গতকাল রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ইওনহাপের বরাতে তথ্য নিশ্চিত হয়েছে খবর রয়টার্স

গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের ফলে বন্যা ভূমিধস হয়েছে নতুন করে আরো বন্যা দেখা দেয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণ কোরিয়ার কিছু অংশে টানা ৪৪ দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে ২০১৩ সালের পর এটা সবচেয়ে দীর্ঘ বর্ষা মৌসুম ইওনহাপ সংবাদ সংস্থা জানায়, গতকাল উদ্ধারাভিযান চালানোর সময় রাজধানী সিউলের উত্তর-পূর্বাঞ্চলীয় চুনচেওন শহরে তিনটি নৌকা উল্টে যায় এবং স্রোতে ভেসে যায়

প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকার কিছু আরোহী নিখোঁজ রয়েছে এবং এখনো হতাহতের খবর নিশ্চিত হয়নি

দক্ষিণ কোরিয়ার অন্যান্য অঞ্চলে অন্তত ১৬ জন নিহত হয়েছে এছাড়া নিখোঁজ রয়েছে ১১ জন গত কয়েক দিনেই হাজার ৬০০ জনের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে

সিউলের হান নদী পানিতে ফুলেফেঁপে উঠেছে ফলে বেশ কয়েকটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ নদীপথের কিছু মহাসড়কও বন্ধ করা হয়েছে

বুধবার কিছু বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং সাই-কিয়ু বেশ কয়েকটি প্রদেশকে বিশেষ দুর্যোগ অঞ্চল ঘোষণার পরামর্শকে সমর্থন জানিয়েছেন তিনি

ইওনহাপ বলছে, শুক্রবারের মধ্যে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে চিহ্নিত অঞ্চলগুলোতে অধিক সরকারি সহায়তা প্রদান করা হবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫