ভারতে তেলবীজ উৎপাদনে প্রবৃদ্ধির সম্ভাবনা

প্রকাশ: আগস্ট ০৭, ২০২০

বণিক বার্তা ডেস্ক

২০২০-২১ মৌসুমে ভারতে তেলবীজ উৎপাদন আগের মৌসুমের তুলনায় শতাংশ বাড়তে পারে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। মূলত অনুকূল আবহাওয়া আবাদ বৃদ্ধির জের ধরে মৌসুমে ভারতে তেলবীজ উৎপাদন বাড়তে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিজনেস স্ট্যান্ডার্ড এগ্রিমানি।

ইউএসডিএর গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ মৌসুমে ভারতে সব মিলিয়ে কোটি ৮৪ লাখ টন তেলবীজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা আগের মৌসুমের তুলনায় শতাংশ বেশি। তেলবীজ বলতে ইউএসডিএ সয়াবিন, সরিষা, তুলাবীজ, বাদাম সূর্যমুখীর বীজকে হিসাবে ধরেছে।

কয়েক মৌসুম ধরেই ভারতে তেলবীজ উৎপাদন বাড়তির দিকে রয়েছে। ধারাবাহিকতায় ২০২০-২১ মৌসুমে দেশটিতে তেলবীজের আবাদ বাড়ানো হয়েছে। আবহাওয়াও রয়েছে কৃষকদের অনুকূলে। এসব কারণে মৌসুমজুড়ে তেলবীজের উৎপাদন চাঙ্গা থাকার প্রত্যাশা করা হচ্ছে।

উৎপাদন বাড়তির দিকে থাকলেও ভারতে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ তেলবীজ আমদানি হয়। ২০১৮-১৯ মৌসুমে দেশটিতে লাখ ১৩ হাজার টন সয়াবিন, বাদামসহ বিভিন্ন জাতের তেলবীজ আমদানি হয়েছে। এমনকি ২০১৯-২০ মৌসুমের প্রথম ছয় মাসে (গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) ভারতীয় আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে লাখ ১৪ হাজার টন সয়াবিন তেলবীজ আমদানি করেছেন।

ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২০-২১ মৌসুমে ভারতের বাজারে সয়াবিন, বাদাম, সরিষাসহ সব মিলিয়ে ৩০ লাখ টন তেলবীজ আমদানির সম্ভাবনা রয়েছে, যা আগের মৌসুমের তুলনায় ১০ দশমিক শতাংশ বেশি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫