যমুনায় আনন্দ ভ্রমণের নৌকা ডুবে নিখোঁজ ৫

প্রকাশ: আগস্ট ০৬, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, টাঙ্গাইল

যমুনা নদীতে আনন্দ ভ্রমণের নৌকা ডুবে টাঙ্গাইলের গোপালপুরের ৫ ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জের চায়না ঘাটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নিখোঁজ ওই পাঁচ নৌকা আরোহীর সন্ধান পাওয়া যায়নি। 

যমুনায় নিখোঁজ ব্যক্তিরা হলে, গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল পূর্বপাড়া গ্রামের সাত্তার মন্ডলের ছেলে মারুফ হাসান (২৬), আব্দুর রশিদের ছেলে হাসিনুর রহমান (৩০), আবুল হোসেনের ছেলে মিজান (২৮), সোহরাব হোসেনের ছেলে শরিফ (১৭) আর কিতাব আলীর ছেলে শাহাদত (১৭)।

সত্যতা নিশ্চিত করেছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, ঈদ উপলক্ষে নিজেদের টাকায় আনন্দ ভ্রমণের আয়োজন করেন ওই গ্রামের ২৭ জন যুবক। বুধবার সকালে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই ঘাট থেকে চার হাজার টাকা ভাড়ায় একটি ইঞ্জিন চালিত নৌকায় পিকনিকের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে যায়। সেখানে দুপুরের খাবার শেষে গোপালপুরে ফেরার পথে বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জের চায়না ঘাটের অদূরে প্রবল স্রোতে আরোহীসহ নৌকাটি ডুবে যায়। এতে ওই পাঁচ আরোহী নিখোঁজ হয়। বাকিরা সাঁতার কেটে নিরাপদ স্থানে পৌঁছান।

তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুরে সর্বশেষ সিরাজগঞ্জ থানা সূত্রে পাওয়া তথ্যে জানতে পেরেছেন উদ্ধারকর্মীরা নিখোঁজ ওই পাঁচ ব্যক্তিদের সন্ধান চালাচ্ছেন। এখন কাউকে উদ্ধার করা যায়নি বলেও জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫