রোববার থেকে ডিএসইতে লেনদেনের সময় বাড়ছে

প্রকাশ: আগস্ট ০৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনা ভাইরাসের কারণে এ বছরের মার্চ থেকে মে পর্যন্ত টানা ৬৬ দিন লেনদেন বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নিতে পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের চাহিদার পরিপ্রেক্ষিতে লেনদেনের সময় আরো আধা ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)। নতুন সময়সূচি অনুযায়ী সামনের সপ্তাহের রোববার থেকে সকাল ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ট টানা সাড়ে চার ঘন্টা লেনদেন চলবে। 

এর আগে এ বছরের ৮ জুলাই থেকে লেনদেনের সময়সূচি সকাল সাড়ে ১০টা  থেকে বেলা আড়াইটা পর্যন্ত নির্ধারণ করা হয়। সারা বিশ্বে করোনা ভাইরাস পরিস্থিতি’র ভয়াবহতায় বাংলাদেশে বিশেষ সতর্কতার স্বার্থে স্কুল কলেজ বন্ধ ঘোষণা, সভা-সমাবেশ সীমিত করণের পাশাপাশি ডিএসইর লেনদেনের সময়সূচি কমিয়ে আনা হয়েছিল। এ বছরের ১৮ মার্চ  ডিএসইর পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৯ মার্চ থেকে সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লেনদেনর সময়সীমা নির্ধারণ করা হয়। পরবতী সময়ে ব্যাংকিং কার্যক্রমের সংগে সঙ্গতি রেখে ১৮ জুন থেকে ডিএসইর লেনদেনের সময়সূচি পুণনির্ধারণ করা হয় সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫