আয়ারল্যান্ডে ৫০ কোটি ডলারের ডাটাসেন্টার করবে টিকটক

প্রকাশ: আগস্ট ০৬, ২০২০

বণিক বার্তা অনলাইন

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার মুখে থাকা চীনা অ্যাপ টিকটক এবার ইউরোপে বড় আকারের ডাটাসেন্টার স্থাপনের ঘোষণা দিয়েছে। তারা বলেছে, আয়ারল্যান্ডে ৫০ কোটি ডলার ব্যয়ে একটি ডাটাসেন্টার স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। সেখানে ইউরোপীয় ব্যবহারকারীদের ভিডিও, মেসেজ এবং অন্যান্য ডাটা সংরক্ষণ করা হবে। 

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ব্যবহারকারীদের ডাটা বর্তমানে যুক্তরাষ্ট্রে সংরক্ষণ করা হয়। এর ব্যাকআপ কপি সংরক্ষণ করা হয় সিঙ্গাপুরে স্থাপিত ডাটাসেন্টারে। 

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা অ্যাপটিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন এবং একই সঙ্গে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এটির  ব্যবসা কিনে নেয়ার আলাপ-আলোচনা করছে। এমন সময় টিকটক আয়ারল্যান্ডে বিশাল ডাটাসেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানাল।

টিকটকের পেরেন্ট কোম্পানি বেইজিংভিত্তিক বাইটড্যান্স। যদিও টিকটক এখন এই কোম্পানির সঙ্গে আর সম্পর্ক নেই বলে দাবি করছে। এরই মধ্যে কোম্পানির যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড অংশের ব্যবসা কিনে নিতে আলাপ করছে মাইক্রোসফট।

সূত্র: বিবিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫