বৈরুত বিস্ফোরণে আহত নৌবাহিনীর সদস্য শঙ্কামুক্ত, হাসপাতাল ছেড়েছেন ১১ জন

প্রকাশ: আগস্ট ০৬, ২০২০

বণিক বার্তা অনলাইন

লেবাননের রাজধানী বৈরুতে রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর যে সদস্য গুরুতর আহত হয়েছিলেন তিনি এখন শঙ্কামুক্ত। এছাড়া এ ঘটনায় আহত ২১ জন নৌবাহিনী সদস্যের মধ্যে ১১ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ওই বিস্ফোরণে এখন পর্যন্ত চার জন বাংলাদেশী নিহত এবং ৯৯ জন আহত হওয়ার কথা জানিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি (২৫) ও মো. রাসেল (২২), মাদারীপুরের মিজানুর রহমান এবং কুমিল্লার রেজাউল।

এদিকে গত মঙ্গলবারের ভয়াবহ ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে। আহত হয়েছেন আরো প্রায় পাঁচ হাজার মানুষ। রাজধানীজুড়ে দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল বুধবার থেকে চলছে জাতীয় শোক।

তবে বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য বন্দরের একটি গোডাউনে মজুদ রাখা ২ হাজার ৭০০ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকেই এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫