কভিড-১৯

ষাটোর্ধ্বদের মৃত্যুসংখ্যা দেড় হাজার ছাড়াল

প্রকাশ: আগস্ট ০৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক

দেশে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরো ৫০ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়ে দেশে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে হাজার ২৩৪-এ। এর মধ্যে ষাটোর্ধ্ব বয়সীদের মৃত্যুর সংখ্যা গতকালই দেড় হাজার অতিক্রম করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ষাটোর্ধ্ব রোগী মারা গিয়েছেন হাজার ৫০৭ জন, যা মোট মৃতের ৪৬ দশমিক ৬০ শতাংশ। সর্বশেষ গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যেও ষাটোর্ধ্ব রোগী মারা গিয়েছেন ২৪ জন।

অন্যান্য বয়সসীমার মধ্যে করোনায় মৃতের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, পর্যন্ত ৫১-৬০ বছর বয়সসীমার মধ্যে মৃত্যু হয়েছে ৯৩০ জনের, যা মোট মৃতের ২৮ দশমিক ৭৬ শতাংশ। মোট মৃতের সংখ্যায় ৪১-৫০ বছর বয়সসীমার করোনা রোগী রয়েছে ১৩ দশমিক ৮৫ শতাংশ বা ৪৪৮ জন। ৩১-৪০ বছরের মধ্যে মারা গিয়েছেন ২১২ জন। এছাড়া ২১-৩০ বছরের মধ্যে ৮৭ জন, ১১-২০ বছরের মধ্যে ৩২ শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা গতকাল দুপুরে এক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৫০ জনের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা রয়েছে ২৯ জন। এছাড়া চট্টগ্রাম রাজশাহী বিভাগে পাঁচজন করে, খুলনা রংপুর বিভাগে চারজন করে এবং বরিশাল, সিলেট ময়মনসিংহ বিভাগে একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৪ জন পুরুষ ছয়জন নারী। তাদের মধ্যে ৪৫ জন হাসপাতালে পাঁচজন বাড়িতে মারা গিয়েছেন।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় দেশের ৮৩টি পরীক্ষাগারে মোট হাজার ১২৩টি নমুনা সংগ্রহ হাজার ৭১২টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে হাজার ৯১৮ জন। নিয়ে সারা দেশে মোট সংক্রমণ শনাক্ত হয়েছে লাখ ৪৪ হাজার ২০ জনের।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫