জুলাইয়ে জাপানের গাড়ি বিক্রি কমেছে ১৩.৭%

প্রকাশ: আগস্ট ০৫, ২০২০

বণিক বার্তা ডেস্ক

গত জুলাইয়ে গাড়ি বিক্রি পূর্ববর্তী বছরের একই মাসের তুলনায় ১৩ দশমিক শতাংশ কমেছে। নভেল করোনাভাইরাস মহামারীর ফলে চাহিদায় শ্লথগতিতে বিক্রিতে প্রভাব পড়েছে। সোমবার শিল্পসংশ্লিষ্ট সূত্রের বরাতে তথ্য নিশ্চিত হয়েছে। খবর কিয়োদো।

মিনি গাড়িসহ বিভিন্ন প্রকারের গাড়ি জাপানের অভ্যন্তরে বিক্রি হয়েছে লাখ ৯৬ হাজার ৩৪৬ ইউনিট। নিয়ে টানা ১০ মাসের মতো গাড়ি বিক্রি কমল দেশটিতে। গত জুনেও দেশটির গাড়ি বিক্রি কমেছে ২২ দশমিক শতাংশ। অবশ্য গত মে মাসের শেষের দিকে দেশব্যাপী লকডাউন প্রত্যাহারে গাড়ি বিক্রি বাড়তে শুরু করেছে।  

জাপান অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন বলছে, মিনি গাড়ি বাদে গত জুলাইয়ে গাড়ি, ট্রাক বাস বিক্রি ২০ দশমিক শতাংশ কমে লাখ ৩৯ হাজার ৩৫৫ ইউনিটে দাঁড়িয়েছে।

মিনি গাড়ি বাদে গত জুলাইয়ের গাড়ি বিক্রি ১৯৬৮ সাল থেকে উপাত্ত রাখার পর দ্বিতীয় সর্বনিম্ন গাড়ি বিক্রি। এর আগে ২০১১ সালের ভূমিকম্প সুনামির ফলে সাপ্লাই চেইনে বিঘ্ন ঘটার ফলে তখন এক মাসে গাড়ি বিক্রি হয়েছিল লাখ ৪১ হাজার ৪৭২ ইউনিট।

গাড়ি নির্মাণ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার ফলে ৬৬০ সিসি মিনি গাড়ি বিক্রি দশমিক শতাংশ কমে লাখ ৫৬ হাজার ৯৯১ ইউনিটে দাঁড়িয়েছে।

গত জুলাইয়ে শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর গাড়ি বিক্রি বছরওয়ারি কমেছে। গত মাসে নিশান মোটর কোম্পানির গাড়ি বিক্রি কমেছে ২৯ দশমিক শতাংশ। হোন্ডা মোটর কোম্পানি টয়োটা মোটরের গাড়ি বিক্রি কমেছে যথাক্রমে ২৬ শতাংশ ১৬ দশমিক শতাংশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫