জুনে চিলির অর্থনৈতিক সংকোচন ১২ দশমিক ৪ শতাংশ

প্রকাশ: আগস্ট ০৫, ২০২০

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের জুনে ২০১৯ সালের একই মাসের তুলনায় চিলির অর্থনৈতিক সংকোচন হয়েছে ১২ দশমিক শতাংশ। নভেল করোনাভাইরাসের প্রভাবে সংকোচন হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তবে সংকোচনের হার পূর্বাভাসের চেয়ে অনেকটাই কম। এর আগে সরকার জানিয়েছিল যে মাসটিতে অর্থনৈতিক সংকোচন হতে পারে ১৫-১৭ শতাংশ। কিন্তু সংক্রমণের মধ্যেই চিলির খনি শিল্পের কার্যক্রম জারি থাকায় পতনের হার কমেছে। খবর এএফপি।

চিলির অর্থমন্ত্রী লুকাস পালাসিওস বলেন, পরিস্থিতি যতটা খারাপ হবে বলে আমরা মনে করেছিলাম ততটা হয়নি। পরিশেষে অর্থনীতি খানিকটা হলেও আশার আলো দেখছে বলা যায়। মূলত জুনেই চিলিতে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে। মাসটিতে কভিড-১৯-এর সংক্রমণ মৃত্যু উভয়ই বেড়ে যায়। কিন্তু তার পরও সেখানে খনি কার্যক্রম অব্যাহত ছিল, এমনকি বেড়েছেও। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে নানা বিধিনিষেধের কারণে নির্মাণ সেবা খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে ক্ষতির সম্মুখীন হয় ব্যবসা ম্যানুফ্যাকচারিং খাতও।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫