ছোট শিশুদের নাকে ভাইরাসের উপস্থিতি বেশি

প্রকাশ: আগস্ট ০৫, ২০২০

বণিক বার্তা ডেস্ক

অপেক্ষাকৃত বয়স্ক শিশু কিংবা প্রাপ্তবয়স্কদের চেয়ে পাঁচ বছরের কম বয়সী শিশুদের নাকের মধ্যে ১০ থেকে ১০০ গুণ বেশি করোনাভাইরাসের জীবাণু থাকে। বৃহস্পতিবার জামা পেডিয়াট্রিকস জার্নালে প্রকাশিত নিবন্ধে এমন দাবি করা হয়েছে।

শিকাগোর লরিয়ে শিশু হাসপাতালের শিশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ . টেইলর হিল্ড-সার্জেন্ট গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন। তিনি লিখেছেন, সার্স কোভ-টুতে পজিটিভ কিছু শিশুর ক্ষেত্রে আমার দেখতে পেলাম, অপেক্ষাকৃত বড় শিশু কিংবা প্রাপ্তবয়স্কদের তুলনায় ছোট শিশুদের নাকের মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাসের উপস্থিতি দেখা যায়।

কভিড-১৯ উপসর্গ দেখা গিয়েছে এক সপ্তাহ হয়েছে, এমন ১৪৫ জনের নাকের সোয়াব নমুনা পরীক্ষা করেন গবেষকরা। এদের মধ্যে ৪৬ জনের বয়স পাঁচ বছরের নিচে, ৫১ জনের বয়স থেকে ১৭ এবং ৪৮ জনের বয়স ১৮ থেকে ৬৫। মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত শিকাগোর বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী, বহির্বিভাগের রোগী, ইমার্জেন্সি বিভাগ শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়। গবেষকরা দেখতে পান, অন্যদের তুলনায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের নাকের মধ্যে ১০ থেকে ১০০ গুণ বেশি পরিমাণে ভাইরাস রয়েছে। 

সিএনএন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫