আত্মহত্যা থেকে ফেরাবে জনসনের ন্যাসাল স্প্রে!

প্রকাশ: আগস্ট ০৪, ২০২০

বণিক বার্তা অনলাইন

আত্মহত্যার চিন্তা দূর করতে ‘স্প্রেভাটো’ নামে নাকের একটি স্প্রে এনেছে জনসন অ্যান্ড জনসন। এরই মধ্যে এটির অনুমোদনও দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যডমিনিস্ট্রেশন (এফডিএ)। 

তবে জানানো হয়েছে, এই স্প্রে সবার জন্য নয়। অবসাদ ও বিষণ্ণতার সমস্যা কাটাতে প্রচলিত ওষুধ যাদের কাজ করেন শুধু তাদের জন্যই জনসনের এই স্প্রে।

লকডাউনের বিচ্ছিন্ন বন্দি জীবন এবং লকডাউন পরবর্তী শারীরিক দূরত্ব বজায় রেখে চলার ‘নয়া স্বাভাবিক’ মেনে নেয়া কঠিন হয়ে পড়েছে। অনেকে মধ্যে বিষণ্ণতার সমস্যা বাড়ছে। মনোচিকিৎসকরাও মহামারী পরবর্তী এই সমস্যার দিকে বিশেষ নজর দেয়ার তাগিদ দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রে এই বিষণ্ণ মানুষের সংখ্যা ১ দশমিক ৭ কোটির মতো। তাদের ১১-১২ শতাংশের মধ্যে আত্মহত্যার প্রবণতা রয়েছে। জনসনের স্প্রেটি সেই ঝুঁকি কিছুটা কমাবে বলে আশা করা হচ্ছে। 

জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৯ সালের মার্চের পর থেকে এ পর্যন্ত ৬ হাজার মানুষের ওপরে এই স্প্রে পরীক্ষা করা হয়েছে।

সূত্র: ব্লুমবার্গ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫