কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশ: আগস্ট ০৩, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আলতাফ হোসেন নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) সকালে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সদস্য আলতাফ হোসেন রৌমারী থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বলে জানা গেছে।

পুলিশ সুপার জানান, জ্বর সহ করোনা উপসর্গ থাকায় গত ২৮ জুলাই ওই পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু এখনও তার নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়নি। সোমবার ভোরে আলতাফ হোসেনের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

স্বাস্থ্যবিধি মেনে নিহত পুলিশ সদস্যের মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১০ জুন জেলা পুলিশের এক পরিদর্শক করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় তার নিজ বাড়িতে মারা গেলেও তা কুড়িগ্রামে করোনায় মৃতদের তালিকাভুক্ত না হয়ে বগুড়ায় তালিকাভুক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫