করোনায় মারা গেলেন টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ বরকতউল্লাহ

প্রকাশ: আগস্ট ০৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক

নির্মাতা ও টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ বরকতউল্লাহ করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তার স্ত্রী বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ ও মেয়ে জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। বিটিভিতে প্রচারিত ‘সকাল-সন্ধ্যা’, ঢাকায় থাকি, ‘কোথাও কেউ নেই’-এসব নাটকের প্রযোজক ছিলেন মোহাম্মদ বরকতউল্লাহ। 

বিটিভ'র মহাব্যবস্থাপক ছাড়াও চ্যানেল ওয়ান ও বাংলাভিশনে কর্মরত ছিলেন তিনি। এছাড়া স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম ও মিডিয়া বিভাগের শিক্ষক ছিলেন মোহাম্মদ বরকতউল্লাহ। 

করোনা ছাড়াও মোহাম্মদ বরকতউল্লাহর অন্যান্য শারীরিক জটিলতা ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রোববার রাতে তাকে গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়ে বিজরী তখন লিখেছিলেন, ‘আমার বাবাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন। উনার করোনা ধরা পড়েছে। সবার দোয়া চাই।’ 

বরকতউল্লাহর স্ত্রী জিনাত বরকতউল্লাহও করোনা সংক্রমিত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫