এবার ভারতের কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

প্রকাশ: আগস্ট ০৩, ২০২০

বণিক বার্তা অনলাইন

ভারতের কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে মুখ্যমন্ত্রী নিজেই টুইট করে এ তথ্য জানিয়েছেন। 

টুইটারে ইয়েদুরাপ্পা লিখেছেন, ‘আমার করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। তবে আমি ঠিক আছি। চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি করানো হয়েছে আমাকে।

তিনি আরও বলেন, যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাদের কাছে অনুরোধ, আপনারা নিভৃতবাসে যান। এবং অবশ্যই কভিড টেস্ট করান।

মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের পর ভারতের দ্বিতীয় কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কভিডে আক্রান্ত হলেন। 

সংবাদসংস্থা এএনএআই জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়েছেন ইয়েদুরাপ্পার মেয়েও। তাকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গতকালই করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি হাসপাতালে ভর্তি আছেন। তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতও কোভিডে আক্রান্ত হয়েছেন। ওই দিনই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এক মন্ত্রী কমল রানি বরুণ কভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। কভিড ধরা পড়েছে উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্র দেব সিংহেরও।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫