ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত

প্রকাশ: আগস্ট ০২, ২০২০

বণিক বার্তা অনলাইন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। আজ রোববার টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ বলেছেন, তার শারীরিক অবস্থা বেশ ভালো আছে। তবে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

ভারতের করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা আজ রোববার ১৭ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে এক লাখ রোগী যুক্ত হয়েছে মাত্র দুই দিনে।

এই পরিস্থিতিতে করোনাভাইরাসে আক্রান্ত হলেন খোদ দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

অমিত শাহ টুইটারে লিখেছেন, করোনাভাইরাস সংক্রমণের প্রাথমিক উপসর্গ দেখা দেয়ায় তার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ এসেছে। আমার শারীরিক অবস্থা ভালো। কিন্তু চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। গত কয়েক দিন যারা আমার সংস্পর্শে এসেছেন আমি অনুরোধ করবো তারা পরীক্ষা করান। স্বেচ্ছা আইসোলেশনে থাকুন এবং অপেক্ষা করুন। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫