কেসিসির কোরবানির পশুর বর্জ্য মাত্র ৯ ঘণ্টায় পরিষ্কার

প্রকাশ: আগস্ট ০২, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

খুলনা সিটি কর্পোরেশনে (কেসিসি) ঈদের দিন কোরবানির পশু বর্জ্য পরিষ্কারে কাজ করেছেন ৮০০ পরিচ্ছন্নতা কর্মী। মাত্র ৯ ঘণ্টার মধ্যে তারা নগরীর সকল বর্জ্য পরিষ্কার করেন। এই কর্মীরা পরিবারকে ঈদের খুশি থেকে বঞ্চিত করে শহরকে পরিচ্ছন্ন রাখতে সক্রিয় ছিলেন।

শনিবার ঈদের দিন সকাল ১১টা থেকে প্রতিটি ওয়ার্ডের কেসিসির কর্তৃক নির্ধারিত কোরবানির পশু জবাইয়ের স্থান থেকে বর্জ্য সংগ্রহ শুরু করে পরিচ্ছন্নতা কর্মীরা। বেলা ২টা নাগাদ ওই বর্জ্য ওয়ার্ডের একটি নির্ধারিত স্থানে রাখা হয়। ওই স্থান থেকে বেলা ২টার পর বর্জ্যবহনকারী ট্রাকে বর্জ্যগুলো সংগ্রহ করে কেসিসির ডাম্পিং পয়েন্ট রাজবাঁধে নিয়ে ফেলা হয়। এ কাজ রাত ৮টায় সম্পন্ন হয়।

কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আ. আজিজ বলেন, ঈদের দিন সকাল ১১টা থেকে কর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে। দুই স্তরে ভিন্নভাবে কাজ করে রাত ৮টার মধ্যেই কর্মীরা শহরকে বর্জ্যমুক্ত পরিচ্ছন্ন করে তোলেন। গত বছর ঈদের দিন রাত ৮টার মধ্যে নগরীর কোরবানির পশুর সকল বর্জ্য অপসারণ করেছিল। কেসিসির এ কাজে নিয়োজিত জনশক্তির মধ্যে ৭০০ জন পরিচ্ছন্নতা কর্মী ও ১০০ জন ময়লা বহনকারীর গাড়ির চালক ছিলেন। গত বছর ওই সময়ের মধ্যে প্রায় ১৫ টন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ করা হয়। তবে এবার করোনা ভাইরাস সংক্রমণের কারণে কাজের ধরনে কিছুটা পরিবর্তন আনা হয়। এর ফলে কাজে গতি ছিল৷ প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর, সচিব ও কনজারভেন্সি সুপারভাইজার স্ব স্ব ওয়ার্ডে এ বিষয়গুলো তদারকি করেন। 

তিনি আরো বলেন, সচেতনতার অভাবে কোরবানির সময় যেখানে সেখানে পশু জবাই করে নগরীর পরিবেশ দূষণ করে। যা ঈদের নির্মল আনন্দ উদযাপন বিঘ্নিত হয়। এ বিষয়টি রোধ করতে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করার জন্য উদ্যোগ নেয় কেসিসি। এবার ৩১টি ওয়ার্ডে কোরবানির পশু জবাইয়ের জন্য ১৪০টি স্থান নির্ধারিণ করা হয়। এই নির্ধারিত স্থানে পশু জবাই করার মাধ্যমে নগরী দূষণের হাত থেকে রক্ষা করা সহজ হয়। কারণ নির্ধারিত স্থানে কেসিসির পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকে। তারা পশু জবাইয়ের বর্জ্য সংগ্রহ করে নয়। এছাড়া ওয়ার্ডের নির্ধারিত স্থানের বাইরেও পশু জবাই হয়। পরিচ্ছন্নতা কর্মীরা সেখান থেকেও বর্জ্য সংগ্রহ করে। 

কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির চেয়ারম্যান ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর এসএম খুরশিদ আহমেদ টোনা বলেন, বিগত বছরগুলোর মত এবারও কেসিসির পরিচ্ছন্নতা কর্মীরা ঈদেও দিন বর্জ্য সংগ্রহে মাঠে সক্রিয়ভাবে কাজ করেছেন। তারা নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে যথাসাধ্য চেষ্টা করেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫