মাতাল সেনাসদস্যের গুলিতে কঙ্গোয় ১৩ বেসামরিক মানুষ নিহত

প্রকাশ: আগস্ট ০১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় এক মাতাল সেনা সদস্যের এলোপাথারি গুলিতে দেশটির ১৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু ও সাতজন নারী রয়েছে। খবর এএফপি।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দক্ষিণ কিভু প্রদেশের উভিরা অঞ্চলের সাঙ্গেতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। উভিরার এক প্রসিকিউটর জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তি ডিআর কঙ্গো আর্মড ফোর্সেসের (এফএআরডিসি) সদস্য। তিনি মূলত মাতাল অবস্থায় প্রায় ২০ জন পথচারীরর ওপর গুলি বর্ষণ করেন। সেনাবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেইন দিউদোনে কাসেরেকা জানান, ওই মদ্যপ সেনা সদস্য এলোপাতাড়ি গুলি চালালে ১৩ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ৯ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত সশস্ত্র ওই ব্যক্তি পলাতক অবস্থায় রয়েছে।

এদিকে নারী ও শিশুসহ এসব বেসামরিক মানুষের মৃত্যুা ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা টায়ার জ্বালিয়ে, পাথর দিয়ে ওই অঞ্চলে যোগাযোগ স্থাপনকারী হাইওয়ে ফাইভ বন্ধ করে দেয়। এ সময় তারা ১২টি মরদেহ সড়কে শুইয়ে রাখে। কাসেরেকা বলেন, ক্ষুব্ধ স্থানীয়দের শান্ত করতে জাতিসংঘ ও সেনাবাহিনীর একটি দল কাজ করছে।

সাঙ্গের স্থানীয় এক নেতা বলেন, গুলিবর্ষণকারী ওই সৈনিক এফএআরডিসির ১২২তম ব্যাটালিয়নের সদস্য। আরেক স্থানীয় নেতা বার্নার্ড কাদোদো বলেন, পুরো ঘটনা নিয়ে পদক্ষেপ গ্রহণের বিষয়ে সেনাবাহিনী ও সাঙ্গেতে জাতিসংঘের প্রতিনিধিরা কেন শিথিলতা দেখাচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরা চাই এখান থেকে পুরো ব্যাটালিয়ন তুলে নেয়া হোক। জাতিসংঘ মিশনও শহর ছেড়ে চলে যাক। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫