ইতিহাসের বৃহত্তম অর্ধবার্ষিক ক্ষতির মুখে রেনোঁ

প্রকাশ: জুলাই ৩১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর ইতিহাসের বৃহত্তম অর্ধবার্ষিক ক্ষতির প্রতিবেদন দিয়েছে গাড়ি নির্মাতা কোম্পানি রেনোঁ। গতকাল ফরাসি কোম্পানিটি জানায়, নভেল করোনাভাইরাসের প্রভাবে ২০২০ সালের প্রথম ছয় মাসে তাদের আয় কমেছে এক-তৃতীয়াংশ। খবর এএফপি।

জানুয়ারি-জুনে রেনোঁর ক্ষতি হয়েছে ৭৩০ কোটি ইউরো। অথচ গত বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছিল ৯৭০ কোটি ইউরো। ক্ষতির অর্ধেকেরও বেশি হয়েছে জাপানি অংশীদার নিশানে রেনোঁর ৪৩ শতাংশ শেয়ারের কারণে। চলতি সপ্তাহে নিশানও কভিড-১৯-এর কারণে বিপর্যস্ত বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে বিপুল ক্ষতির কথা জানিয়েছে।

ছয় মাসে রেনোঁর আয় ৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে হাজার ৮৪০ কোটি ইউরোয়। এর মূলে ছিল বিশ্বব্যাপী কোম্পানিটির প্রায় সব ব্র্যান্ডের চাহিদা কমে যাওয়া।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫