সমন্বিত কাজের মাধ্যমে দৌলতদিয়ার সব ঘাট চালু হবে —বিআইডব্লিউটিএর চেয়ারম্যান

প্রকাশ: জুলাই ২৯, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি রাজবাড়ী

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেছেন, এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বন্যা করোনা মোকাবেলা করা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের বিশ্বাস, বন্যা বা করোনা কোনোটিই আমাদের দমিয়ে রাখতে পারবে না। এছাড়া সমন্বিত কাজের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে দৌলতদিয়া ঘাটের সব পন্টুন চালু করা হবে। সবাই একসঙ্গে কাজ করলে অবশ্যই আমরা সব ধরনের ঝুঁকি মোকাবেলা করতে পারব।

গতকাল দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

গোলাম সাদেক বলেন, আসন্ন ঈদে ঘরমুখো মানুষ যাতে কোনো রকম ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সেজন্য আমরা কাজ করব। প্রধানমন্ত্রীর নির্দেশিত সব কাজ সমন্বয় করে বাস্তবায়ন করব।

সময় তিনি ঘাটের সংযোগ সড়কগুলো গতকালের মধ্যেই সংস্কার করার জন্য নির্দেশ।

সময় বিআইডব্লিউটিএর আরিচা সেক্টরের নির্বাহী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন পাঠান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫