ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক গ্রেফতার

প্রকাশ: জুলাই ২৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক

গ্রাহকের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়া ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক অহিদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহকে গ্রেফতারের পর আজ মঙ্গলবার সকালে রাজধানীর খিলক্ষেত লেকসিটির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক অহিদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ৬ জুলাই লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্ত এলাকা থেকে ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ, তার স্ত্রী নিপা সুলতানা নুপুর এবং শহীদ উল্লাহর ব্যক্তিগত সহকারী মোবারককে  গ্রেফতার করে পুলিশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫